রাষ্ট্রয়ত্ত ব্যাংকের এটিএম ভেঙ্গে চুরির ঘটনায় তদন্তে এল CID

স্পষ্ট বার্তা, অন্ডাল ১৭জুলাইঃ-

গত ১৪ জুন অন্ডালের কাজোড়া মোড়ে একটি রাষ্ট্রয়ত্ত ব্যাংকের এটিএম ভেঙ্গে চুরির ঘটনায় তদন্তে এলো CID এর একটি বিশেষ প্রতিনিধি দল। শনিবার কলকাতা ভবানী ভবন থেকে সিআইডির এই দলটি উপস্থিত হয় কাজোড়া মোড়ের ওই এটিএম কাউন্টারে। সেখান থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন ওই দলটি। পাশাপাশি এলাকা পরিদর্শন করে ফিরে জান তারা।

উল্লেখ্য চলতি মাসের ১৪ তারিখ অন্ডালের  কাজোড়া মোড়ে এস,বি,আই ব্যাংক-এর এটিএম মেশিন ভেঙ্গে  লক্ষাধিক টাকা লুট করে পালায় একদল দুষ্কৃতী্র দল । দুষ্কৃতীরা এটিএম এ ঢুকে প্রথমেই সিসিটিভি ক্যামেরায় স্প্রে করে দেয়, যাতে কোন ছবি না ওঠে । তারপরে গ্যাস কাটার দিয়ে এটিএম মেশিন কেটে টাকা বের করে চম্পট দেয় দুষ্কৃতী দলটি।

CID আধিকারীক শৈবাল দত্ত জানান এটিএম ভেঙ্গে চুরির ঘটনায় তদন্তে এসে বেশ কিছু নমুনা সংগ্রহ করলাম। এক্সপার্ট বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করিয়ে আইও কে রিপোর্ট করব। তিনি বলেন এর চেয়ে বেশী আমাদের বলার কিছু নেই।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *