বিগত চার বছর ধরে বিভিন্ন টালবাহানা করে জমিদাতাদের চাকরী থেকে বঞ্চিত রেখেছে ইসিএল কর্তৃপক্ষ। এই অভিযোগ তুলে শুক্রবার বিকেল চারটার সময় শোনপুর এরিয়া অফিস ঘেরাও করে ধরনায় বসে পড়ে জমিদাতারা।ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর বিধানসভার সোনপুর এরিয়া অফিসে।
জমিদাতাদের অভিযোগ ইসিএলকে কয়লা উত্তোলনের জন্য জমি দেওয়া হয়। তার পরিবর্তে জমিদাতাদের চাকরী দেওয়ার কথা থাকলেও বিভিন্ন টালবাহানা করে প্রায় ১০০ জন জমিদাতাদের চাকরী থেকে বঞ্চিত রেখেছে ইসিএল। অথচ ওই জমি খনন করে কয়লা উত্তোলন করে চলেছে ইসিএল। এমনকি সিএসআর প্রকল্প থেকে কোনো উন্নয়ন করেনি এলাকায়। এছাড়াও পুনর্বাসনের দাবি থাকলেও এই নিয়েও ইসিএল কোনো ভাবে কথা বলতে চাইনা। চাকরির দাবিতে বার বার গেলেও প্রতিশ্রুতি ছাড়া আর কিছু দেয়নি। তাই আমরা আজ থেকে এরিয়া অফিস ঘেরাও করে ধরনায় বসতে বাধ্য হলাম। জমিদাতারা জানান এই আন্দোলনে কোনো কাজ না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন।
জমিদাতাদের এই আন্দোলনে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরী, পাণ্ডবেশ্বর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি কিরিটি মুখার্জী সহ একাধিক তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দরা।
PREV
আসানসোল পুরনিগমের মেয়র পারিষদের নাম ঘোষণা করেন মেয়র বিধান উপাধ্যায়