বিজয় সম্মেলনে বিধায়ক হরেরাম সিং

স্পষ্ট বার্তা, জামুড়িয়া ৯জুনঃ-

আসানসোল উপনির্বাচনে জয়লাভ করার পর এই প্রথমবার জামুড়িয়া ৬ওয়ার্ডের বেনালী কোলিয়ারীতে এক বিজয় সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বুধবার সন্ধ্যায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, জামুড়িয়া ১এর ব্লক সভাপতি সাধন রায়, প্রাক্তন চেয়ারম্যান সেখ সান্দার, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলার সঞ্জয় ব্যানার্জী, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলার বন্দনা রুইদাস সেখ আলকাশ, বাপ্পা বাউরী সহ আরো অনেকাই।

এদিন বিধায়ক হরেরাম সিং বলেন বিধানসভা নির্বাচনের আগে আমাকে বলা হয়ে ছিলা রাস্তা ঠিক করার জন্য। আমি জিতেই প্রথমে রাস্তা ঠিক করেছি। তবে কিছুটা রাস্তা বাকি আছে সেটাও হয়ে। তিনি আরো বলেন কোয়াটারে অনেক অবসর প্রাপ্ত কর্মী রয়েছে তাদের জল সংযোগ ও বিদ্যুৎ বিচ্ছন্ন করে দিতে চাইছে ইসিএল, কিন্তু আমি যতদিন বিধায়ক থাকব তা আমি হতে দেবনা।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *