স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল দুই বালকের। মৃত বালকদের নাম শুভজিত গরাই(১২)ও রুদ্র স্বর্ণকার (১৩)। শুভজিতের বাড়ি জামুড়িয়া গ্রামের মাজি পাড়ায় ও রুদ্রের বাড়ি নামো পাড়ায় ছিল বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর আজ সকাল সাড়ে নটা নাগাদ ৫ জন বালক আখলপুর বাঁধে স্নান করতে গিয়েছিল। সে সময় দুই বালক জলে তলিয়ে যায়। বাকি তিনজন কোনমতে জল থেকে বেরিয়ে বাড়িতে এসে খবর দেয়। এরপরই পরিবারের লোকজন ও স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি চালায়। দুই বালক কে উদ্ধার করে স্থানীয় আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। স্থানীয় বাসিন্দাদের দাবি গত বছর এই পুকুরে মাটি কাটা হয়েছিল। পুকুরের গভীরতা বেশী থাকার ফলে ওই এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া। পুলিশ মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
PREV
লাইনচ্যুত বোকারো-বর্ধমান প্যাসেঞ্জার ট্রেন, অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলো যাত্রীরা