মঙ্গলবার রাতে আসানসোল রেল স্টেশনে একটি যাত্রী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার খবর করতে গিয়ে আরপিএফের কাছে হেনস্থার শিকার হতে হয় একজন সাংবাদিক ও ক্যামেরাম্যানকে।তাদেরকে খবর করতে বা ছবি তুলতে বাধা দিয়ে সেখান থেকে একাধিকবার ধাক্কা দিয়ে সরিয়ে দেন আরপিএফের এক আধিকারিক ।এই হেনস্তার প্রতিবাদে আসানসোলের প্রায় ৫০ জন সাংবাদিক বুধবার আসানসোলের ডিআরএম পরমানন্দ শর্মা এবং সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার চন্দ্রমোহন মিশ্রকে স্মারকলিপি দিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে তার দাবি জানান।এছাড়াও যারা ঐ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় ।ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং সিনিয়র সিকিউরিটি কমিশনার দুজনেই বিষয়টি নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
PREV
স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হল দুই বালকের