কয়লা চুরি বাধা দিতে গিয়ে সিআইএসএফ এর গাড়ি ভাঙচুর করে এলাকার কয়লা চোরেরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের উপরেও হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে গতকাল রাত ১১টা নাগাদ পাণ্ডবেশ্বর থানার সোনারপুর বাজারির সিএসপি সাইড এলাকায়।
সুত্রে জানা গিয়েছে সোনারপুর বাজারির সিএসপি ওয়াগেন থেকে কয়লা চুরির খবর পেয়ে সিআইএসএফ ঘটনাস্থলে গেলে তাদের উপর চড়াও হয় কয়লা চোরেরা। ভাঙচুর চালায় সিআইএসএফ গাড়ি। কয়লা চোরেদের হামলায় এক সিআইএসএফ কর্মী আহত হন। তাকে ছোড়া হাসপাতলে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করার পর ইসিএলের কাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ তাদের উপর হামলা চালায় কয়লা চোরেরা বলে অভিযোগ।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়।
PREV
লাখ টাকা কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক সংগঠনের এক নেতার বিরুদ্ধে