গাড়ি ছিনতাই এর অভিযোগ করতে গিয়ে যে গাড়ি করে তারা থানায় আসে সে গাড়িটাও চুরি হয়ে যায়, তদন্তে নেমেছে পুলিশ

স্পষ্ট বার্তা,আসানসোল, ১ জুনঃ-

গাড়ি ছিনতাই এর অভিযোগ করতে গিয়ে যে গাড়ি করে তারা থানায় আসে সে গাড়িটাও চুরি হয়ে যায়।এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে আসানসোলের রেলপার এলাকার বাসিন্দা নন্দ কিশোর প্রসাদ।পেশায় গাড়ি চালক।সোমবার আসানসোল স্টেশন থেকে এক ব্যাক্তির সাথে ৩ হাজার টাকা ভাড়ার বিনিময়ে ধানবাদ যাওয়ার চুক্তি হয়।সেই মত নন্দ কিশোর ওই ব্যাক্তিকে নিয়ে ধানবাদের দিকে রওনা দেয়। ধানবাদের কাছে বারবাড্ডায় তাকে কোল্ড ড্রিংকস খেতে দেওয়া হয়।তারপর তার আর কিছুই মনে নেই।যখন জ্ঞান ফিরে তখন তিনি বুঝতে পারেন তার গাড়ি ছিনতাই হয়ে গেছে।মঙ্গলবার প্রায় অচেতন অবস্থায় চালক নন্দ কিশোর কোনরকমে রেলপারের আর কে ডাঙ্গালে নিজের বাড়িতে পৌঁছান। এরপরেই এই ছিনতাই এর খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্য ও অন্যান্য চালকেরা অভিযোগ জানাতে আসানসোল দক্ষিণ থানায় পৌঁছান।তারা যে গাড়ি নিয়ে অভিযোগ করতে থানায় এসেছিলেন,সেটিও থানার কিছু দূর থেকে চুরি হয়ে যায় বলে অভিযোগ।নন্দ কিশোর ও তার পরিবারের লোকজন যখন থানায় অভিযোগ করে বাইরে বেরিয়ে আসে তখন দেখতে পান তারা যে গাড়িটি করে এসেছিল সেই গাড়িটাও সেখানে নেই।সঙ্গে সঙ্গে ফিরে গিয়ে থানায় বিষয়টি জানালে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটির খোঁজ করছে পুলিশ।পুলিশ বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে।তাতে দেখা যায়,আসানসোল থেকে দুর্গাপুরের দিকে গাড়ি নিয়ে যাচ্ছে কেউ।চুরি যাওয়া এই গাড়িটি খোঁজা হচ্ছে। অন্যদিকে,গাড়ি ছিনতাইয়ের ঘটনার অভিযোগ দায়ের হয়েছে। ঝাড়খণ্ডের ধানবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে আসানসোল পুলিশ। পাশাপাশি নন্দ কিশোর প্রসাদকে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানা গিয়েছে।

তবে পুলিশ সূত্রে জানা গেছে আসানসোল থেকে চুরি যাওয়া গাড়িটি ৮ঘন্টা পরে দুর্গাপুরে একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ছিল। সেখান থেকেই পুলিশ গাড়িটি উদ্ধার করে।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *