কালাঝরিয়া পাম্প হাউসে " ফিল্টার বেড - ২ " উদ্বোধন

স্পষ্ট বার্তা, আসানসোল ৩১মেঃ-

আসানসোল পুরনিগম কর্তৃপক্ষ পুর এলাকায় পানীয়জলের সংকট কাটাতে উদ্যোগী হলো।  সোমবার বার্ণপুরে দামোদর নদীর পুরনিগমের কালাঝরিয়া পাম্প হাউসে ” ফিল্টার বেড – ২ ” উদ্বোধন করা হয় । এই প্রকল্পটি একবারে নতুন।  প্রকল্প। ৫০ লক্ষেরও বেশি খরচ হয়েছে এই প্রকল্পের জন্য। এই প্রকল্প থেকে আসানসোল পুরনিগমের পুরানো ৫০ টি ওয়ার্ডের বাসিন্দারা জল পাবেন। এছাড়াও আরো একটি প্রকল্প করা হচ্ছে। যেখান থেকে বাকি ওয়ার্ড গুলিতে জল সরবরাহ করা হবে।  ২০২৩ সালে পুরো পুর এলাকায় ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার যে টার্গেট নেওয়া হয়েছে, তারই  কাজ এখন চলছে বলে উদ্বোধনী অনুষ্ঠান থেকে জানা গিয়েছে। এছাড়াও দামোদর লাগোয়া কালাঝরিয়া শ্মশান ঘাটে শেড সহ, চুল্লি ও লাইটের উদ্বোধন করা হয়।

এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও  ওয়াসিমুল হক, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা।

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *